ইউটিউব ভিডিওর জন্য সম্পুর্ন ফ্রী মিউজিক ব্যবহার করুন

ইউটিউব ভিডিওর জন্য সম্পুর্ন কপিরাইট মুক্ত "অডিও মিউজিক" কিভাবে ডাউনলোড করবেন তারিই ধারাবাহিকতায় আজকের এই আর্টিকেল।

How To Download Copyright Free Music For YouTube Videos.

প্রিয় বন্ধুরা,আজকের টিউটোরিয়ালের শিরোনাম পড়ে অবশ্যই বুঝতে পেরেছেন আজ আমি অত্যন্ত দরকারি একটি পোস্ট লিখতে বসেছি।

কপিরাইট ফ্রী মিউজিক
Youtube Copyright Free Music.

কেন কপিরাইট ফ্রী মিউজিক ব্যবহার করবো?

আমরা যারা ছোট খাটো ভিডিও ক্রিয়েটর আছি অথবা অনেকেই আছে যারা ইউটিউব থেকে আয় ইনকামের চিন্তা মাথায় নিয়ে ইউটিউবে কাজ শুরু করেছে, অনেক সময় দেখা যায় যে,আমাদের ফোনের ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও রেকর্ড করে তা কোন রকম এডিট করে ইউটিউবে আপলোড দেয়। আপনি যে ভিডিও-ই রেকর্ড করুননা কেন সেই ভিডিওটার সাথে ব্যাকগ্রাউন্ডে বা মেইন কিছু স্থানে অডিও মিউজিক এড না করলে ভিডিওটা দেখতে ও শুনতে দর্শকের কাছে ভালো লাগবে না। আর দর্শকের মন জয় করতে না পারলে আপনার চ্যানেল জনপ্রিয়তা হারাবে,সাবস্ক্রাইবার বাড়বে না। তাই দর্শকের মন কাড়তে অবশ্যই প্রয়োজন পড়বে মিউজিক অথবা গানের।
ভিডিওর সাথে মিল রেখে,কি ভিডিওর সাথে কেমন মিউজিক যুক্ত করলে ভিডিওটা ভালো লাগবে সেই চিন্তা আপনাকেই করতে হবে। আমি আপনাকে ইউটিউবের মিউজিক ফ্যাক্টরির ঠিকানা দিবো সেখান থেকে ইচ্ছামত নামিয়ে নিবেন।

আপনি যদি ভ্লগ ভিডিও,রান্নার ভিডিও,প্রামাণ্যচিত্র ও রোস্টিং ভিডিও বানিয়ে থাকেন তাহলে আমি ১০০% শিওর হয়ে বলছি আপনার ভিডিওর জন্য অবশ্যই মিউজিকের প্রয়োজন পড়বে।
আপনি যদি Copyright Policy সম্পর্কে নিয়ম-নীতি না জেনে থাকেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ইউটিউব যাত্রা বেশিদূর স্থায়ী হবে না। কারণ,হুটহাট অন্যের মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওর সাথে এড করে ভিডিও পাব্লিস করছেন নিতান্তই আপনি Copyright Claim এর ব্যাপারে খোজ নেননি। কারেন্ট টাইমে যদি কপিরাইট ক্লেম না আসে শিওর থাকুন একদিন না একদিন ক্লেম আসবেই। এমনকি উক্ত ডাউনলোড করা মিউজিক বা গানের কারণে আপনার চ্যানেলে Copyright Strike ও চলে আসতে পারে।
মনে রাখবেন ৯০ দিনের মধ্যে যদি আপনার চ্যানেলে ৩টি স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেল শেষ "Terminate By Your Channel"  আর তখন বুঝতেই পারছেন আপনার সাজানো ইউটিউব চ্যানেল ও আপনার ইউটিউব যাত্রা নিমিষেই শেষ। তাই এসব ভোগান্তিতে না পড়ে,অন্যের মিউজিক ব্যবহার করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে লিগ্যাল পথে আসুন। 
ব্যবহার করুন "ইউটিউব ভিডিওর জন্য সম্পুর্ন কপিরাইট ফ্রী অডিও মিউজিক" কিভাবে আপনি এই মিউজিক পেতে পারেন সেই ব্যাপারে এবার আলোচনা করবো।

ফ্রী মিউজিক ডাউনলোড করার উপায়।

ইউটিউবের ফ্রী মিউজিক ডাউনলোড করতে সর্ব প্রথম আপনাকে চলে যেতে হবে YouTube Creator Studio তে। কিভাবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করবেন বুঝতে পারেননি তাইনা!
আপনার হাতে থাকা স্মার্ট ফোন অথবা পিসি ল্যাপটপের সাহায্যে এখানে প্রবেশ করতে পারেন। আপনি যদি মোবাইল দিয়ে কাজ করতে চান তাহলে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। আমি আপনাকে Recommende করবো Google Chorome ব্রাউজার ব্যবহার করার জন্য।
গুগল ক্রমিতে আপনার ইমেইল সাইন করা না থাকলে সাইন করে নিন (যে ইমেইল দিয়ে চ্যানেল খুলেছেন)
এরপর ব্রাউজারটির এক্কেবারে উপরের ডান পাশে খেয়াল করুন ত্রি ডট মেনু আছে, মেনুতে ক্লিক করে নিচেই খেয়ার করুন Desktop Site লেখা আছে। ওটাতে টিক মার্ক দ্বারা ডেস্কটপ মুড চালু হবার পর এক্কেবারে উপরের সার্চ বক্সে লিখুন"https://studio.youtube.com" যদি পেইজ ওপেন হতে সমস্যা হয় তাহলে Visit - Your Channel - Costomize Channel- Select Audio Library.

How to download youtube free music

ইউটিউব স্টুডিও ওপেন হবার পর উপরের চিত্রের মত একটি পেইজ দেখতে পাবেন।  বাম পাশের নিচে Arrow তে দেখুন "Music Icon" ইউটিউবের মিউজিক নামিয়ে নিতে ক্লিক করুন। 

এটাই মূল পেইজ অর্থাৎ ইউটিউবের মিউজিক,গান,সাউন্ড ক্লিপ ফ্যাক্টরি। প্লে করার পর ডান পাশে "ডাউনলোড" বাটন দেখতে পাবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনেন Mood সার্চ করে মিউজিক খুঁজে নিতে পারবেন। আপনার পছন্দ এবং চাহিদা অনুযায়ী নামিয়ে নিন ইউটিউব ভিডিওর জন্য ইউটিউব ফ্রী মিউজিক। এই মিউজিক ব্যবহারের ফলে আপনার চ্যানেলে কোন প্রকার মিউজিক ক্লেম বা স্ট্রাইক আসবে না। তবে কিছু কিছু মিউজিক ব্যবহারের ক্ষেত্রে লেখা আসবে " Use For Creative Common" যাইহোক এখান থেকে শুনে শুনে পছন্দ করে নামিয়ে নিন।

এই মিউজিক গুলো শুধুমাত্র ইউটিউবের ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন। ফেসবুকে আপলোড করলে বরাবরের মত ঝামেলা হতে পারে।
কেমন লাগলো আজকের আর্টিকেল, আশাকরি ভালো লেগেছে। এরপরেও বুঝতে সমস্যা হলে জানাবেন। আর আপনার ভালো লাগা ও প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মত বিদায় নিচ্ছি আমি শফি, আল্লাহ হাফেজ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url